আওয়ামী লীগের কাউকে পরিবারিক কারণে পদ দেয়া হয় না
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫০:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০
- / ১৫৯১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের কাউকে পরিবারিক কারণে পদ দেয়া হয় না দাবি করে তথ্যমন্ত্রী ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পুরো পরিবারতন্ত্রের মধ্যেই রয়েছে বিএনপি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক মন্তব্যের প্রতিত্তরে হাছান মাহমুদ বলেন, বিএনপি হচ্ছে পরিবারতন্ত্রের প্রধান পৃষ্ঠপোষক। ইশরাক হোসেন ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে এবং তাবিথ আউয়াল আব্দুল আউয়াল মিন্টুর ছেলে বলেই মনোনয়ন পেয়েছেন। খালেদা জিয়া তার দলে পুরোপুরি পরিবারতন্ত্র চালু করেছিলেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, তিনি তার বোন খুরশিদ জাহান হককে প্রথমে মহিলা দলের নেতৃত্ব দেন এবং পরে দলের ভাইস চেয়ারম্যান করেছেন। তার ভাই সাঈদ এস্কান্দারকে বানিয়েছিলেন এমপি।















