আওয়ামী লীগ দেশ ও মানুষের কথা চিন্তা করে বিভিন্ন কর্মসুচি বাস্তবায়ন করছে

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ দেশ ও মানুষের কথা চিন্তা করে বিভিন্ন কর্মসুচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণবভন চত্তরে কৃষকলীগ আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনে তিনি এ কথা বলেন।
গণভবন চত্বরে ছাতিম, সফেদা ও হরিতকির চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এ সময় সবাইকে অন্তত একটি ফলদ, বনজ ও ভেষজ গাছ লাগানোর আহবান জানান।কৃষক লীগসহ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনকেও বৃক্ষরোপণে এগিয়ে আসতে বলেন শেখ হাসিনা। জনসাধারণের পাশাপাশি সরকারি অফিসগুলোতেও ছাদ বাগান করতে বলেন তিনি। পরে জানান, বাংলাদেশ বিশ্বে একমাত্র দেশ যারা নিজস্ব ফান্ডে জলবায়ু ট্রাস্ট ফান্ড করেছে এবং কাজ করছে।