আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সন্তান হারানোর ব্যথা অসহনীয়

- আপডেট সময় : ১২:২৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / ১৫২৮ বার পড়া হয়েছে
গণআন্দোলনে ৫ আগস্ট ঢাকার রাজপথে ছাত্র-জনতার বিজয় মিছিলে যোগ দিয়ে শেষ সময়ে এসে পুলিশের গুলিতে মারা যান কুমিল্লার শিক্ষার্থী শহীদ হামিদুর রহমান সাদমান। জুলাই শহীদের মা জানান, নিজ দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সন্তান হারানোর ব্যথা অসহনীয়। তিনি এমন একটি দেশ চান, যেখানে কোনো মায়ের বুক আর খালি হবে-না।
ছেলের রক্তমাখা গেঞ্জি বুকে নিয়ে এভাবে আহাজারি করছিলেন কুমিল্লার শহীদ হামিদুর রহমান সাদমানের মা কাজি শারমিন আক্তার । গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় ঢাকার বংশালে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে।
স্বজনরা জানান, সাদমান কুমিল্লা সিসিএন পলিটেকনিক ইন্সটিটিউট থেকে পাশ করে ঢাকায় ইন্টার্ণ করতে যায়। গেলো ৫ অগাস্ট সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল ঢাকা। সে সময় বংশাল থানার সামনে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা ও পুলিশের সংঘর্ষ সময় তার বুকে গুলি লাগে। তাকে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে সেখানেই মারা যায় হামিদ।
কুমিল্লা সদর দক্ষিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জানান, রাষ্ট্রীয়ভাবে মর্যাদাসহ পরিবারকে সকল সুযোগ-সুবিধা যেন দেয়া হয়।
কুমিল্লা সদর দক্ষিন উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান , সরকার থেকে যে নির্দেশনা দিবে সেগুলো বাস্তাবায়ন করা হবে ।
নিহত পরিবারগুলোর দাবি, এ হত্যাকাণ্ডের সঠিক তদন্ত মধ্যমে যারা বিনা অপরাধে হত্যা করেছে, তারা যেন দ্রুত শাস্তি পায়।