আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখায় দেশের উন্নতি হচ্ছে উল্লেখ করে পুলিশ বাহিনীকে ধন্যবাদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২১:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০
- / ১৬২৮ বার পড়া হয়েছে
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখায় দেশের উন্নতি হচ্ছে উল্লেখ করে পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরো বলেন, আগে দেশের অর্থনীতির অবস্থা ভালো ছিল না। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাজেট ৭-৮ গুণ বাড়াতে পেরেছি। টানা ক্ষমতায় থাকার কারণেই এটা করতে পেরেছি। তবে বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও এবং হরতাল মোকাবিলা করতে হয়েছে। তারা পুলিশ সদস্যদেরও হত্যা করেছে। এসব মোকাবিলা করেই কাজ করতে হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।






















