অস্ত্র মামলায় যুব মহিলা লীগের পাপিয়া ও তার স্বামীর ২৭ বছর কারাদণ্ড
																
								
							
                                - আপডেট সময় : ০৭:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
 - / ১৬৩৪ বার পড়া হয়েছে
 
অপরাধের জন্য রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করতেন যুব মহিলা লীগের বহিস্কৃত নেত্রী পাপিয়া ও তার স্বামী সুমন। এ ধরনের তথাকথিত রাজনীতিবিদ দেশ ও জাতির শত্রু। এমন পর্যবেক্ষণ দিয়ে অস্ত্র আইনের দুই ধারায় পাপিয়া দম্পতিকে মোট ২৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ আজ এই রায় দেন। রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ। তবে সাজানো মামলায় পাপিয়াকে সাজা দেয়া হয়েছে দাবী করে আপিলের সিদ্ধান্ত জানায় আসামীপক্ষ।
সোমবার রায় ঘোষণাকে কেন্দ্র করে কারাগার থেকে আদালতে হাজির করা হয় যুব মহিলা লীগের বহিস্কৃত নেত্রী শামীমা নুর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমনকে।
দুপুর পৌনে দুইটায় শুরু হয় রায় ঘোষণা। পাপিয়ার মত ব্যক্তিরা রাজনীতিকে কলঙ্কিত করেছে, এমন পর্যবেক্ষণ তুলে ধরে দণ্ড ঘোষণা করে আদালত।
রায়ে অসন্তুষ্ট আসামীপক্ষ জানায় আপিলের সিদ্ধান্ত।
আইনজীবীরা আরো জানান, দুই ধারায় ২৭ বছরের কারাদণ্ড দেয়া হলেও দুটো সাজা একইসাথে কার্যকর করার নির্দেশ দেয়ায় পাপিয়া ও সুমনকে কার্যত ২০ বছর সাজা খাটতে হবে।
																			
																		















