অসাম্প্রদায়িকতা আর তারুণ্যের উৎসবে পুরান ঢাকা মেতেছে ‘দোল’-এর রঙে

- আপডেট সময় : ০৭:৪২:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
অসাম্প্রদায়িকতা আর তারুণ্যের উৎসবে পুরান ঢাকা মেতেছে ‘দোল’-এর রঙে। সকাল থেকে ঢাকার বিভিন্ন মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের দোল উৎসবে আবীর খেলায় মেতে ওঠে তারা। পাশাপাশি এই উৎসব থেকে বাংলাদেশসহ সারাবিশ্বে করোনা ভাইরাস নির্মূলের প্রার্থনাও করেন তারা। এ কারণে এবার শুধু দেবতার পায়ে আবির দিয়েই দোল পূর্ণিমার আনুষ্ঠানিকতা শেষ করেছে পূজা কমিটি।
সনাতন বৈষ্ণবদের উৎসব এই দোলযাত্রা। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, এই দিন বৃন্দাবনে রাধার ও তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন শ্রীকৃষ্ণ। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি। তাই দোলযাত্রার দিন এই মতের বিশ্বাসীরা রাধাকৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলায় চড়িয়ে নগর কীর্তনে বের হন। এ সময় রঙ খেলায় মেতে ওঠেন তারা।
মন্দিরগুলোতে পূজার সঙ্গে চলছে আরাধনা। পাশাপাশি পূজা, হোমযজ্ঞ, প্রসাদ বিতরণসহ চলে নানা আনুষ্ঠানিকতা । মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী মন্দিরে দোল উৎসব ও কীর্তনের আয়োজনে দেশ থেকে করোনা ভাইরাসের নির্মুলের প্রার্থনা করেন তারা।
মহানগর পূজামণ্ডপের পুরোহিত বরুণ চক্রবর্তী তুলে ধরেন এ উৎসবের উদ্দেশ্য। এই উৎসব সবার মাঝে হাসি-আনন্দ ছড়িয়ে দিক এমন প্রত্যাশা সবার।