অর্ন্তভূক্তিমূলক জাতিসংঘ গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩০:১৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
অর্ন্তভূক্তিমূলক জাতিসংঘ গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই প্রচেষ্টায় পারস্পরিক শ্রদ্ধা, অংশীদারিত্ব, সহযোগিতা ও সংহতি নিয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। জাতিসংঘের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া এক বার্তায় প্রধানমন্ত্রী আরো বলেন, জাতিসংঘকে আশার বাতিঘর হিসেবে গড়ে তুলতে হবে। বিগত ৭৬ বছরে জাতিসংঘ শান্তি ও নিরাপত্তা, মানবাধিকার, নারী ক্ষমতায়ন ও টেকসই উন্নয়নসহ বহু ক্ষেত্রে মানবজাতির সমৃদ্ধতিতে পাশে থেকেছে বলে বার্তায় উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুর মিলিয়ে জাতিসংঘ সনদের লক্ষ্য ও আদর্শের প্রতি বাংলাদেশ অটল থাকবে এমন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।