অভ্যন্তরীণ কোন্দলেই পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা
- আপডেট সময় : ০৪:৫৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / ২৯৪৯ বার পড়া হয়েছে
অভ্যন্তরীণ কোন্দলের কারণেই রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আটক একজনকে গ্রেফতারের পর এ তথ্য উঠে এসেছে। শিগগির হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকীদের গ্রেফতার করে উন্মোচিত করা হবে মূল রহস্য। জানিয়েছেন ডিএমপি’র ডিসি তালেবুর রহমান। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিএমপি কঠোর অবস্থানে আছে ভলেও জানান তিনি।
মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে রাজধানীর মিরপুরে দোকানে ঢুকে গুলি করা হয় পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কিবরিয়া দোকানে ঢোকার সাথে সাথে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে গুলি করতে শুরু করে। দুর্বৃত্তদের একজনের পরনে পাঞ্জাবি, একজনের গায়ে শার্ট ও আরেকজনের গায়ে শার্টের ওপর শীতের চাদর জড়ানো ছিল। প্রত্যেকের মাথায় হেলমেট ও মুখোশ পরিহিত ছিল।
মাত্র কয়েকদিন আগেই একইভাবে পুরান ঢাকায় একজনকে হত্যা করা হয়, এরপর সোমবার মিরপুরে এ হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে তৈরি করেছে আতঙ্ক।
এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে পুলিশ বলছে, অভ্যন্তরীণ কোন্দলের কারণেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
এছাড়া শেখ হাসিনার রায় পরবর্তী সময়ে রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিএমপি কঠোর অবস্থানে আছে বলেও জানান ডিএমপির এই উর্ধ্বতন কর্মকর্তা।
হত্যাকাণ্ডের জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন এ কর্মকর্তা।






















