অবশেষে মহামারি করোনাভাইরাস ত্রাণ বিলে স্বাক্ষর করেছেন ট্রাম্প

- আপডেট সময় : ০১:১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
অবশেষে মহামারি করোনাভাইরাস ত্রাণ বিলে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার মধ্যরাতের মধ্যে ট্রাম্প বিলে স্বাক্ষর না করলে সরকার সাময়িক অচলাবস্থায় পড়তে হতো। অচলাবস্থা এড়াতে কংগ্রেসকে সাময়িক সরকারি তহবিলের অনুমোদনে সম্মত হতে হতো।
ট্রাম্প প্রথম দিকে বিলে স্বাক্ষর করতে রাজি হননি। কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক দুই দিক থেকেই তার ওপর চাপ আসছিল। ট্রাম্প জনসাধারণের জন্য আরও বেশি অর্থ সহায়তা চান এমন দাবি করে আসছিলেন। এই ত্রাণ তহবিলের পরিমাণ ৯০ হাজার কোটি টাকা। মাসব্যাপী আলোচনার পর এই বিলে কংগ্রেস সম্মতি জানায়। ট্রাম্পের অসম্মতির কারণে এক কোটি ৪০ লাখ মার্কিন নাগরিকের বেকার ভাতা বন্ধ হয়ে যায়। বিলে স্বাক্ষর করায় এখন তা আবার চালু হবে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার প্রায় হুমকি দিয়ে বলেন, ট্রাম্প স্বাক্ষর করতে দেরি করলে এর ফলাফল হবে ধ্বংসাত্মক