অন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র পদ্মা সেতুর মাওয়া পয়েন্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
- / ১৮৩৫ বার পড়া হয়েছে
কোটা সংস্কার অন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে পদ্মা সেতুর মাওয়া পয়েন্ট। বেলা ১১টা দিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এ সময় ঢাকা মাওয়া মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে পুলিশ লাঠি চার্জ শুরু করলে ছাত্ররা ছত্র ভঙ্গ হয়ে যায়। এসময় শিক্ষার্থীরা পদ্মা উত্তর থানা এলাকায় পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিআরসেল নিক্ষেপ করে ছাত্রদের রাস্তা থেকে সরিয়ে দেয়। এ সময়ে কয়েকজন ছাত্র আহত হয়েছে বলে জানা গেছে।




















