অতিরিক্ত পুলিশ সুপারসহ এ পর্যন্ত মোট ছয়জনকে বরগুনা জেলা থেকে সরিয়ে নেয়া হলো

- আপডেট সময় : ০১:৫১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
জাতীয় শোক দিবসে ছাত্রলীগের নেতাকর্মীদের মারামারি থামানোর নামে লাঠিচার্জের ঘটনায় আরও পাঁচ পুলিশ সদস্যকে বরগুনা জেলার দায়িত্ব থেকে সরিয়ে নেয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপারসহ এ পর্যন্ত মোট ছয়জনকে এ জেলা থেকে সরিয়ে নেয়া হলো।
ঘটনার পর থেকে শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। গেলরাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম তারেক রহমান। বিস্তারিত ব্যাখ্যা না দিলেও মোট ছয়জনকে দায়িত্ব পালন থেকে সরিয়ে নেয়ার কথা স্বীকার করেন তিনি। ওই পাঁচজন হলেন, বরগুনা সদর থানার সহকারী উপ-পরিদর্শক সাগর দে, সদর থানার কনস্টেবল রুহুল আমিন, ডিবির এএসআই ইসমাইল, কনস্টেবল এম সানি, পুলিশ লাইন্সের কনস্টেবল রাফিউল ইসলাম। এর আগে অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে দায়িত্ব থেকে সরিয়ে বরিশাল ডিআইজি কার্যালয়ে যুক্ত করা হয়। রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলেন, বরগুনার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।