অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে ভারতে কয়েকটি রাজ্যে বনধ কর্মসূচি

- আপডেট সময় : ০৯:১৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
ভারতীয় সেনাবাহিনীতে অস্থায়ীভাবে নিয়োগ প্রক্রিয়ার বিরোধিতায় বিহারসহ কয়েকটি রাজ্যে ২৪ ঘণ্টার বনধ কর্মসূচি পালিত হয়েছে। এতে প্রায় ৫শ’টি ট্রেন চলাচল বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। তবে চলমান বিক্ষোভের মধ্যেই অগ্নিপথ প্রকল্পে নিয়োগের সময়সূচি ঘোষণা করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিক্ষোভ আমলে না নিয়ে ভারতীয় সেনাপ্রধান জানিয়েছেন, কোনো বাধার মুখেই এ প্রকল্প থামবে না। প্রকল্পটিতে নিয়োগের সময়সূচিও ঘোষণা করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অনিল পুরি জানান, আগামী ২৫ জুনের মধ্যে নিয়োগ সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হবে। তিনি বলেন, এ প্রকল্পটি থামিয়ে দেয়ার প্রশ্নই ওঠে না। দেশের যুব সমাজের জন্য এটি খুবই প্রগতিশীল এটি পদক্ষেপ। এদিকে দিল্লির যন্তর মন্তরে প্রকল্পটির প্রতিবাদে সত্যাগ্রহে বসেছে দেশটির প্রধান বিরোধী দল- কংগ্রেস। এ অনশনে একে একে যোগ দেন প্রিয়াংকা গান্ধী, সচিন পাইলটসহ দলটির প্রথম সারির সব নেতা। প্রকল্পটি বন্ধে ভারতের রাষ্ট্রপতির কাছে আবেদনের কথাও জানান তারা।