পুলিশের গাড়ি পোড়ানোর মামলায় জামাত শিবিরের ২১ নেতা-কর্মীকে ২ বছরের সাজা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
- / ১৬০৪ বার পড়া হয়েছে
পুলিশের গাড়ি পোড়ানোর মামলায় ব্রাহ্মণবাড়িয়ায় জামাত শিবিরের ২১ নেতা-কর্মীকে ২ বছরের সাজা দিয়েছে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট আদালত।
দুপুরে বিচারক মোঃ মাসুদ পারভেজ এ রায় দেন। ৭ আসামীর উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়। পলাতক ১৪ আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। আদালত সূত্র জানায়, ২০১২ সালের ৪ ডিসেম্বর হরতাল চলাকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়িতে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৩ জনের নামসহ অজ্ঞাত আরও ২২ জনকে আসামী করে মামলা করা হয়। পরে ২০১৩ সালের আগস্টের ২১ জনকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করে মামলার তদন্তকারী কর্মকর্তা আতিকুর রহমান।