গাইবান্ধার সাদুল্ল্যাপুরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
গাইবান্ধার সাদুল্ল্যাপুরের এনায়েতপুর বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত হয়েছে। সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বখতিয়ার উদ্দিন বলেন, শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। এলাকাবাসী জানায়,একটি ঔষুধের দোকান ও দুটি মুদি দোকানের মালামালসহ কয়েক লক্ষাধিক টাকার খক্ষক্ষতি হয়েছে। সকালে ক্ষতিগ্রস্থ ঔষুধের দোকানটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হটাৎ আগুন ধরে গেলে দোকানীর চিৎকারে আশপাশের লোকজন আগুন নিভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।