গাইবান্ধায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে জমিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে দু’জনকে হত্যার ঘটনায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
দুপুরে গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় প্রদান করেন। গাইবান্ধার পাবলিক প্রসিকিউটর শফিকুর রহমান শফিক জানান, ২০১৬ সালের ১২ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার পুর্ব ঝিনিয়া গ্রামের আবুল হোসেনের সাথে প্রতিবেশী মফিজুল হকের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব হয়। ক্ষেতের ধান যাতে কাটতে না পারে সেজন্য জমিতে আবুল হোসেন ও তার স্বজনরা বিদ্যুতের তার ছড়িয়ে রাখে। ওইদিন প্রতিপক্ষ মফিজুল হক লোকজন নিয়ে বিবদমান জমিতে ধান কাটতে যায়। এতে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তসলিম উদ্দিন ও মর্জিনা বেগমের মৃত্যু হয় এবং ৪ জন আহত হয়। পরে নিহতের স্বজন মফিজুল হক বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় ৮ জনকে আসামী করে মামলা দায়ের করেন।