গণধর্ষণ মামলার আসামি সাইফুর, অর্জুন ও রবিউলকে ৫ দিনের রিমান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৮৪২ বার পড়া হয়েছে
সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধুকে গণধর্ষণ মামলার অন্যতম আসামি সাইফুর, অর্জুন ও রবিউলকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত। এদিকে ছাত্রলীগ নেতা শাহ্ মো. মাহবুবুর রহমান রনিকেও গ্রেফতার করা হয়েছে।
দুপুরে মহানগর হাকিম দ্বিতীয় আদালতের বিচারক সাইফুর রহমান রিমান্ডের আবেদন মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা ইন্দ্রনীল ভট্টাচার্য্ রিমান্ড চাইলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরবর্তীতে বিকাল ৩ টায় মামলার অন্য আসামী রবিউল ইসলামকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে তারও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গত শুক্রবার সন্ধ্যায় সিলেট এমসি কলেজের হোস্টেলে গৃহবধূকে গণধর্ষণ করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। ঐ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে শাহপরাণ থানায় মামলা করেন তরুণীর স্বামী।















