এনু রুপনসহ ১২ জনের অভিযোগ আমলে নিয়েছে আদালত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৬০৩ বার পড়া হয়েছে
অর্থপাচার মামলায় এনু রুপনসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আদালত।
মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস ৪ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন। রেবের ওয়ারেন্ট অফিসার মুহাম্মদ মুখলেসুর রহমান গেন্ডারিয়া থানায় গতবছরের ২৫ সেপ্টেম্বর মামলাটি করেন। ১২ আসামির মধ্যে পাঁচজন পলাতক। রাষ্ট্রপক্ষে ২২ জন সাক্ষী করা হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল। ওয়ান্ডারর্স ক্যাসিনোর টাকা নিয়ে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এ মামলা করা হয়।