আলাদা সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ, ঢাকার ধামরাই ও মাদারীপুরে তিনজন নিহত

- আপডেট সময় : ১২:১২:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৯১ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ, ঢাকার ধামরাই ও মাদারীপুরে তিনজন নিহত হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় ট্রাক চাপায় শাহজালাল নামের এক চায়ের দোকানদার নিহত হয়েছে। গেলো রাত ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডস্টোর বাজারের হবিরবাড়ী জেনারেল হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহজালাল ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মনিপুরা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। হাইওয়ে পুলিশ জানায়, গেলরাতে দোকানঘর মেরামতের জন্য মহাসড়কের রোড ডিভাইডারের পাশে জমে থাকা বালু ভ্যানগাড়ী দিয়ে তুলে নেয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
ঢাকার ধামরাইয়ে একটি কাভারভ্যানের চাপায় এক মোটরসাইকেল চালকের নিহত হয়েছে।নিহত মোটরসাইকেল চালকের নাম আলাউদ্দিন।সে লক্ষীপুর জেলার সদর থানা এলাকার চড় মনসা গ্রামের নুরুল আমিনের ছেলে। হাইওয়ে পুলিশ জানায়, গেলো রাতে কাভারভ্যানের একটি মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
এদিকে, মাদারীপুরের শিবচরে অটোরিক্সার চাপায় ৪ বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর স্বজনরা জানায়, শিশুটি মায়ের হাত ধরে রাস্তা পারাপারের সময় পেছন দিক থেকে আসা একটি অটোরিক্সা শিশুটিকে চাপা দিলে এতে শিশুটি মারা যায়।