পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার

- আপডেট সময় : ০৭:০০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
পেঁয়াজ নিয়ে তুমুল আলোচনার মুহূর্তে আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করে নিয়েছে সরকার।এবছর দ্বিতীয় দফায় পেঁয়াজ রপ্তানীতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত।
প্রধানমন্ত্রীর নির্দেশে পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এ নির্দেশনা আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত বলবত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। খুব শিগগিরই জাতীয় রাজস্ব বোর্ড…এনবিআর এ সংক্রান্ত সার্কুলার জারি করবে।
এদিকে, রোববার বিকেল পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজবাহী কোনো ট্রাক দেশে প্রবেশ করেনি। ব্যবসায়ীরা জানিয়েছেন, নতুন করে নির্দেশনা না আসা পর্যন্ত এ বন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা নেই।
হিলি স্থলবন্দরের আমদানীকারক হারুন উর রশীদ জানান, সেই টেন্ডারের নোটিফিকেশন মেনে শনিবার হিলি স্থলবন্দর দিয়ে মাত্র ১১টি ট্রাকে ২৪৬ টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। অধিকাংশ পেঁয়াজই ইতোমধ্যে পচে নষ্ট হয়ে পানি ঝরছে। এখনও দুইশ’র বেশি পেঁয়াজবাহী ট্রাক দেশে প্রবেশের অপেক্ষায় আছে।