অভিনব কায়দায় পল্লী বিদ্যুতের মিটার ও ট্রান্সফরমার চুরি

- আপডেট সময় : ০৫:২৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের কামারখন্দে অভিনব কায়দায় পল্লী বিদ্যুতের মিটার ও ট্রান্সফরমার চুরি করছে একটি চক্র। চুরির সময় তাদের রেখে যাওয়া বিকাশ নম্বরে চাহিদা অনুযায়ী টাকা পাঠালেই ফিরে পাওয়া যায় মিটার। গত আট মাসে ১০টি ট্রান্সফরমার ও শতাধিক মিটার চুরি হলেও, কেউ আটক হয়নি বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি এবং ক্ষতিগ্রস্থ গ্রাহকরা। চোর চক্রকে আটকের কাজ চলছে বলে জানিয়েছে, পুলিশ।
সম্প্রতি গভীর রাতে হঠাৎ করেই কামারখন্দের জামতৈল, কর্ণসূতি ও আলোকদিয়ার পাঁচটি চাতালসহ সাতটি সেচ পাম্পে বিদ্যুতের সংযোগ বন্ধ হয়ে যায়। বাইরে বের হয়ে গ্রাহকরা দেখতে পান, সব ঠিক থাকলেও সংযোগের মিটারটি নেই। তার বদলে সেখানে রাখা চিরকূটে লেখা রয়েছে একটি মোবাইল নম্বর। যোগাযোগ করলে, চাহিদা মতো বিকাশে টাকা পাঠালেই মিটার ফেরৎ পাওয়া যাবে বলে জানানো হয়। টাকা পরিশোধ করলেই জানিয়ে দেয়– খড়ের গাদা, বালির স্তুপ অথবা কবরস্থানের জঙ্গলে লুকিয়ে রাখা মিটারের কথা।
উপজেলার বিভিন্ন গ্রামে গত আট মাসে ১০টি ট্রান্সফরমার আর বাড়ী-ঘর, চাতাল কল ও সেচ পাম্পে লাগানো প্রায় শতাধিক মিটার চুরি হয়েছে। সেচ পাম্প ও চাল কলের মালিকরা বলেন, এভাবে মিটার চুরি হতে থাকলে সরকারের সাথে চুক্তি অনুযায়ী সময় মতো চাল সরবরাহ করা যাবে না।
পল্লী বিদ্যুতের কর্মকর্তা জানান, চুরি যাওয়া মিটার ফেরত পাবার পর সেটি জমা রেখে, দ্রুত পুন:স্থাপন করা হচ্ছে। পাশাপশি থানায়ও অভিযোগ দেয়া হয়। খুব শিগগিরি মিটার ও ট্রান্সফরমার চোর চক্রকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। কামারখন্দের প্রতিটি বিদ্যুৎ গ্রাহকই এখন মিটার চুরির আশংকায় শংকিত। তাই, দ্রুত কার্যকর পদক্ষেপ চান তারা।