ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে ওমানসহ আরও চারটি দেশ গুরুত্বের সাথে বিবেচনা করছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৪:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৬১৫ বার পড়া হয়েছে
ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে ওমানসহ আরও চারটি দেশ গুরুত্বের সাথে বিবেচনা করছে বলে জানিয়েছে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোসও।
বৃহস্পতিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দিলেও ওই চারটি দেশ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি। এর আগে চলতি সপ্তাহে দখলদার ইসরাইল রাষ্ট্রটির সঙ্গে শান্তি চুক্তি করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। এদিকে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে মধ্যপ্রাচ্যের আরও অনেক দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় বলে আশাবাদ ব্যক্ত করেছেন ট্রাম্প। সম্ভাব্য এসব দেশের মধ্যে ওমান একটি। দেশটির রাষ্ট্রদূত মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরাইলের সঙ্গে আমিরাতের শান্তি চুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সৌদি আরবও অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনে অবশেষে রাজি হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।
























