রমনা পার্ক কেন বন্ধ জানতে চেয়েছে হাইকোর্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৬৮৬ বার পড়া হয়েছে
রাজধানীর রমনা পার্ক কেন এখনও বন্ধ রাখা হয়েছে, তা জানতে চেয়েছে হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে এ তথ্য জানাবার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আগামী ২৪ সেপ্টেম্বর এই রিট মামলার পরবর্তী শুনানি হবে। গত ৮ সেপ্টেম্বর ২৪ ঘণ্টার মধ্যে জনসাধারণের জন্য খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী। দায়ের করা রিটে রমনা পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়। গণপূর্ত সচিবকে রিটে বিবাদী করা হয়। বাস, ট্রেনসহ জনজীবনের সবখানে যখন স্বাভাবিক পরিস্থিতি, তখন জনস্বার্থ বিবেচনায় নিয়ে রমনা পার্ক খুলে দেয়ার নির্দেশনা চান রিটকারি আইনজীবী।


























