পেঁয়াজের দাম স্বাভাবিক হতে একমাস সময় লাগবে

- আপডেট সময় : ০৬:২৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
পেঁয়াজের দাম স্বাভাবিক হতে একমাস সময় লাগবে, দেশবাসীকে আশ্বস্ত করলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ভারত পেঁয়াজ রপ্তানী বন্ধ করলেও বিকল্প উপায়ে মিয়ানমার, তুরষ্ক ও মিশর থেকে পেঁয়াজ আমদানী হচ্ছে। দুপুরে সচিবালয়ে পেঁয়াজের সবশেষ পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব জানান।
দেশে হঠাৎ করে পেয়াজের দাম অস্বাভাবিকভাবে বাড়লেও পরিসংখ্যান বলছে, আগামী মৌসুম পর্যন্ত ১০ লাখ টন পেঁয়াজের চাহিদা রয়েছে। সরকারের হাতে এখনো আছে প্রায় ৬লাখ টন পেয়াজ। অর্থাৎ ঘাটতি মাত্র চার লাখ টন। অথচ পাইপলাইনে আমদানীর অপেক্ষায় আছে চাহিদার চেয়ে বেশী পেয়াজ, এমনটাই জানাতে বাণিজ্যমন্ত্রীর এই জরুরী সংবাদ সম্মেলন। মন্ত্রী জানান ভারত হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় একটু সমস্যা হলেও অন্য মার্কেট থেকে পেঁয়াজ আনার প্রক্রিয়া সময়ের ব্যাপার মাত্র।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত পেঁয়াজ দেওয়া বন্ধ করায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিয়েছে। ভোক্তারাও বেশি করে পেঁয়াজ কিনছেন। এতেই সঙ্কট ঘনীভুত হয়েছে বলেও জানান তিনি। এর পেছনে গভীর রাজনীতি আছে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন এটি তার জানা নেই।