বুয়েট ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলার বিচার কাজ শুরু
																
								
							
                                - আপডেট সময় : ০১:৩০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
 - / ১৬৬২ বার পড়া হয়েছে
 
বুয়েট ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলার বিচার কাজ শুরু হয়েছে। ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কাজ শুরু করতে আজ এ আদেশ দেয়া হয়। দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে এই চার্জ গঠন হয়।
এর আগে আসামিদের আদালতে হাজির করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু এ তথ্য নিশ্চিত করেছেন।
পাবলিক প্রসিকিউটর বলেন, গত ৯ সেপ্টেম্বর অভিযোগ গঠন বিষয়ে রাষ্ট্রপক্ষ ও গ্রেফতার ২২ আসামির শুনানি শেষ হয়। ওই দিন শুনানি শেষে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। এর আগে ১৩ জানুয়ারি মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
গত বছরের ১৩ নভেম্বর ডিবি পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামান ২৫ জনকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। তিন আসামি পলাতক রয়েছে। গত বছরের ৬ অক্টোবর রাতে বুয়েটছাত্র আবরারকে শিবির কর্মী সন্দেহে নিজেদের রুমে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। আবরারকে সেখানেই পিটিয়ে হত্যা করা হয়। গত ৭ অক্টোবর রাজধানীর চকবাজার থানায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ পরে ২২ জনকে গ্রেফতার করে। এর মধ্যে আটজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তারা সবাই বুয়েট ছাত্রলীগের নেতাকর্মী।
																			
																		














