করোনাভাইরাসের মারাত্মক হটস্পট এখন ভারত

- আপডেট সময় : ০৭:১৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
প্রাণঘাতী করোনাভাইরাসের মারাত্মক হটস্পট এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ ভারত। দৈনিক শনাক্ত এবং মৃত্যুতে দেশটির ধারেকাছে নেই এখন কোনো দেশ।
বৈশ্বিক তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৯৩ হাজার ২১৫ জনের। তথ্য ওয়ার্ল্ডো মিটারের। একই সময়ে তালিকায় এক নম্বরে থাকা যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়েছে ৩১ হাজার ৮৫৭ জন। আর তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে শনাক্ত হয় ১৪ হাজার ৫৯৭ জন।গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ১৪০ জনের। একই সময়ে যুক্তরাষ্ট্রে ৩৯২ জন আর ব্রাজিলে ৩৮৯ জন মারা যান।করোনার বৈশ্বিক সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে মোট শনাক্ত দাঁড়িয়েছে ৪৮ লাখ ৪৫ হাজার ৩ জনে। মৃত্যুতে তৃতীয় স্থানে থাকা দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৭৯ হাজার ৭৫৪ জন। এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ২ কোটি ৯১ লাখ ৮২ হাজার । মৃত্যু হয়েছে ৯ লাখ ২৮ হাজার। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ২ কোটি ১০ লাখ ২৭ হাজারের বেশি মানুষ।