আফগানিস্তান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
কাতারের দোহায় শুরু হওয়া আফগান শান্তি আলোচনায় বিস্ময়কর অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আফগানিস্তান বিষয়ক প্রতিনিধি।
আফগানিস্তানে চলা যুদ্ধের অবসান ঘটিয়ে দেশটিতে শান্তি ফেরাতে গত ২৯শে ফেব্রুয়ারি তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি সই হয়। কয়েক মাস পিছিয়ে গেলেও শেষ পর্যন্ত কাতারের উদ্যোগে আফগানিস্তান সরকার ও তালেবানের মধ্যে প্রথমবারের মতো শুরু হয়েছে শান্তি আলোচনা। দু’পক্ষের এ আলোচনাকে এরই মধ্যে সমর্থন জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। তবে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন আফগানিস্তানের সাধারণ মানুষ। দোহা আলোচনায় যুদ্ধবিরতিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হচ্ছে। এছাড়া, ভবিষ্যৎ রাজনীতি, সামাজিক বৈষম্য দূরীকরণসহ বেশকিছু বিষয়ে আলোচনার কথা রয়েছে।