কুষ্টিয়া ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
কুষ্টিয়া ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন’জন নিহত হয়েছে।
কুষ্টিয়ার কুমারখালীতে ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। স্থানীয়রা জানান, কুমারখালী থেকে শহরের লালন মাজারের দিকে যাওয়ার পথে ফিলিং স্টেশনের সামনে ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে মোটরসাইকেলে সংঘর্ষ হয়। এতে দুই’জনেই পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়, অবস্থার অবনতি হলে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
গোপালগঞ্জে ট্রাকের চাপায় এখলাস বিশ্বাস নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। ভ্যান চালক এখলাস ভ্যান নিয়ে জেলা শহর থেকে গ্রামের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার কুশলি গ্রামে যাচ্ছিরেণ। এসময় ঘটনাস্থলে দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

















