করোনায় একদিনে আরো ৪১ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরো ৪১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩১ জন পুরুষ, আর ১০ জন নারী। এ নিয়ে করোনাতে মোট মারা গেল ৪ হাজার ৬৩৪ জন।
এদিকে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১ হাজার ৮৯২ জনকে নিয়ে মোট শনাক্ত হলো ৩ লাখ ৩২ হাজার ৯৭০ জন। একই সময়ে সুস্থ হয়েছেন দুই হাজার ৭৪৬ জন। এর ফলে মোট সুস্থ হলেন ২ লাখ ৩৩ হাজার ৫৫০ জন। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সর্বশেষ এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৬৪২টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৫৯টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ লাখ ৯০ হাজার ১১টি।