তাজমহল দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হচ্ছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
বিশ্বের অন্যতম আকর্ষণীয় ও নান্দনিক স্থাপনা- ভারতের তাজমহল দর্শনার্থীদের জন্য আবারও খুলে দেয়া হচ্ছে।
করোনা ভাইরাসের কারণে ছয় মাস বন্ধ থাকার পর আগামী ২১ সেপ্টেম্বর তাজমহল খুলে দেয়া হবে। একইসঙ্গে খুলছে আগ্রা ফোর্টও। উত্তর প্রদেশের পর্যটন বিভাগের ডেপুটি ডিরেক্টর জানিয়েছেন, দর্শনার্থীদের কোভিড-১৯ প্রটোকল মেনে চলতে হবে। এছাড়া সামাজিক দূরত্ব মেনে চলা এবং মাস্ক পরা বাধ্যতামূলক। দিনে পাঁচ হাজারের বেশি লোককে তাজমহলে ঢুকতে দেয়া হবে না। আগ্রা ফোর্টে ঢুকতে পারবে আড়াই হাজার। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভারত সরকার মুসলিম স্থাপত্যকলার এই অনুপম নিদর্শনটি গত ১৭ মার্চ বন্ধ করে দেয়।