পরবর্তী মহামারির জন্য বিশ্ববাসীকে সতর্ক থাকার আহ্বান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
পরবর্তী মহামারির জন্য বিশ্ববাসীকে আরও ভালোভাবে প্রস্তুতি নিয়ে রাখতে সতর্ক করে দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রোস আডানোম গ্রেব্রিয়াসিস।
জনস্বাস্থ্য খাতে আরও বেশি বিনিয়োগ করতে বিশ্বের সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এই খাতে আরও বেশি বিনিয়োগ করতে সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়ে ড. টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেন, এই বিনিয়োগ আরও বেশি স্বাস্থ্যকর এবং নিরাপদ ভবিষ্যতের নিশ্চয়তা দেবে। জাতিসংঘের বিশেষায়িত সংস্থাটির প্রধান ড. টেড্রোস বলেন, ‘কোভিড-১৯ আমাদের সবাইকে শিক্ষা দিয়েছে স্বাস্থ্য কোনও বিলাসিতার বিষয় নয় যে যাদের সামর্থ্য আছে তারাই কেবল এই সেবা পাবে, বরং এটি মানুষের প্রয়োজন, অধিকার।’




















