ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা সব প্যারামিটারেই উন্নতি হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৬০৩ বার পড়া হয়েছে
দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে দিনাজপুরের ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা সব প্যারামিটারেই উন্নতি হয়েছে। তিনি মুখে তরল খাবার খাচ্ছেন বলে জানিয়েছেন নিউরো ট্রমা বিভাগের প্রধান ডা. মোহাম্মদ জাহেদ হোসেন।
দুপুরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, হাসপাতালের এইচডিউতে পর্যবেক্ষণে থাকা ইউএনও ওয়াহিদাকে কাল মেডিকেল বোর্ডের সভা শেষে কেবিনে স্থানান্তর করা হতে পারে। ডা.জাহেদ হোসেন আরো জানান, শুধু ডান হাতটা আগের মতোই আছে, ফিজিওথেরাপি চলছে।






















