নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টের রিটের শুনানি আজ
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:৫২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
 - / ১৬২৫ বার পড়া হয়েছে
 
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে নিহত ও আহতদের প্রত্যেকের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টের রিটের শুনানি আজ।
সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যরিস্টার মারিয়াম খন্দকার এই রিট দায়ের করেন। জনস্বার্থে এবং এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে এই রিট দায়ের করেছেন বলে জানান আইনজীবী। বুধবার বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে করা রিটের শুনানি হবে বলেও জানান তিনি। এই ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও নির্দেশনা চাওয়া হয়েছে রিটে
																			
																		















