করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজার ও ঝিনাইদহে তিনজনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজার ও ঝিনাইদহে তিনজনের মৃত্যু হয়েছে।
জ্বর-সর্দি-কাশি-গলা ব্যথাসহ করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজারের কুলাউড়া ও কমলগঞ্জে আরো দুইজনের মৃত্যু হয়েছে। কুলাউড়ার সাপুর গ্রামের নিপেন্দ্র দেব গত রাত ৯টায় মৌলভীবাজারের একটি প্রাইভেট হাসপাতালে মারা যায়।এদিকে, কমলগঞ্জের পরানধর গ্রামের হোসেন মধু মিয়া নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। সকালে নিজ বাড়িতে তিনি মারা যান।
এদিকে, ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে মমতা রানী সাহা নামের এক নারীর মৃত্যু হয়েছে। মৃত মমতা রানী শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের ডাঃ অলোক কুমার সাহার মা। তিনি দীর্ঘদিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টসহ জটিল রোগে ভুগছিলেন। গেলরাতে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।






















