ভরা মৌসুমেও ইলিশের সরবরাহ কম বরগুনার বাজারে

- আপডেট সময় : ০৭:৫৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
ভরা মৌসুমেও ইলিশের সরবরাহ কম বরগুনার বাজারে। দামও আগের চেয়ে অনেক বেশি। বিক্রেতারা বলছেন, গত বছরের থেকে এবার প্রতিমণ ইলিশের দাম বেড়েছে আট থেকে ১০ হাজার টাকা। দাম বাড়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। মৎস্য বিভাগ বলছে, কিছুদিনের মধ্যে সরবরাহ বাড়লে দাম কমবে।
জ্যৈষ্ঠ থেকে আশ্বিন পর্যন্ত পাঁচ মাস ইলিশের ভরা মৌসুম। কিন্তু, ভাদ্র মাসেই আশানুরূপ ইলিশ সরবরাহ নেই বরগুনায়। নদীতেও খুব একটা মিলছেনা বলে জানান, বিক্রেতারা। তাছাড়া, সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্রে ইলিশ আহরন করতে পারছেনা জেলেরা। সঙ্কটের কারণেই দাম বেড়েছে বলে জানান, বিক্রেতারা।
ভরা মৌসুমে বাজারে ইলিশ কম ও দাম বেশি হওয়ায় হতাশ ক্রেতারা।
৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হলেও, সাগর উত্তাল থাকায় মাছ শিকার ব্যাহত হচ্ছে।যে কারনে ইলিশের দাম অনেক বেশি বলে জানান, এই ব্যবসায়ী নেতা।
তবে, প্রাকৃতিক কারণ ও জলবায়ু পরিবর্তনের ফলেও কাঙ্খিত মাছ পাওয়া যাচ্ছে না বলে মনে করেন,এই কর্মকর্তা।
শিগগিরি এই সঙ্কট কেটে যাবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।