ফেনীর দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
ফেনীর দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় মো. ইউনুস নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মো. ইউনুস ফেনী সদরের একটি এনজিওতে চাকরি করতেন।রাতে কর্মস্থল ফেনী থেকে লক্ষ্মীপুর বাসায় ফেরার পথে তাঁর মোটর সাইকেলকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে সটকে পড়ে। একপর্যায় ঘটনাস্থলেই মোহাম্মদ ইউনুস নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।