করোনা আক্রান্ত হয়ে মৌলভীবাজারের রমচাল ইউপি চেয়ারম্যানের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
করোনা আক্রান্ত হয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আহবাব চৌধুরী শাহজাহানের মৃত্যু হয়েছে।
মৃত আব্দুল আহবাব চৌধুরী শাহজাহান মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সদস্য ও কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ছিলেন। তিনি গতকাল দুপরে ২টায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ২৫ আগষ্ট তার শরীরের করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হওয়ার পর থেকে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হলে সেখানে তার মৃত্যু হয়।