দিনাজপুর ও মৌলভীবাজারে করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৬:৩১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
- / ১৬৮০ বার পড়া হয়েছে
দিনাজপুর ও মৌলভীবাজারে করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।
গেল ২৪ ঘন্টায় দিনাজপুরে ৪ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৬২ জন। সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, মৃতরা হলেন, সদর উপজেলায় একজন, বিরলে একজন, বিরামপুরে একজন ও কাহারোল উপজেলার একজন।
মৌলভীবাজারে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি কুলাউড়ার হাজিপুর ইউনিয়নের পীরেরবাজার এলাকার বাসিন্দা চানপুর গ্রামের আফজল আলী। ভোরে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীর থাকার ছয়দিন পর তিনি মারা যান। করোনা পজেটিভ সনাক্ত হবার পর গত ২৫ আগষ্ট ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন আফজাল আলী
























