নিউজিল্যান্ডে মসজিদে হামলাকারীর যাবজ্জীবন সাজা

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০
- / ১৬০৪ বার পড়া হয়েছে
নিউজিল্যান্ডের মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যার অভিযোগে অস্রেলিয়ার নাগরিক ব্রেনটন ট্যারেন্টকে যাবজ্জীবন সাজা দিয়েছে দেশটির আদালত। নিউজিল্যান্ডের ইতিহাসে এই প্রথম কাউকে এমন সাজা দেয়া হলো।
বৃহস্পতিবার ক্রাইস্টচার্চের একটি আদালতে বিচারক ক্যামেরন ম্যান্ডার বলেন, অপরাধগুলো এতটাই ভয়াবহ যে মৃত্যুর আগ পর্যন্ত অপরাধীকে আটক রাখা হবে। প্যারোল ছাড়াই যাবজ্জীবনের সাজার বিষয়ে বিচারপিত মান্ডার বলেন, এই কাজ অমানবিক। তিনি আসামির প্রতি কোনো দয়া দেখাননি। তবে, আইনজীবীর মাধ্যমে ট্যারেন্ট জানিয়েছে, সে যাবজ্জীবন সাজার কোন বিরোধিতা করবে না। গত বছরের মার্চে ওই হামলার পরে নিউজিল্যান্ডে কঠোর বন্দুক আইন প্রণয়ন করা হয়। চারদিন ব্যাপী এই সাজার শুনানি চলে এবং ৬০ জন আক্রান্তের বর্ণনা শোনা হয়। শেষ দিন আদালতে কোরআনের আয়াত পাঠ ও নিহতদের ছবি আদালতে দেখানো হয়।