ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গেলো রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আঠারোবাড়ি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতির ধারণা করা হচ্ছে। রাত পৌনে ৯টার দিকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান জানান, আঠারোবাড়ি বাজারে একটি জ্বালানি তেলের পাইকারি দোকানে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলেও জানান তিনি।