সভ্য দেশে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড কোনভাবেই সমর্থনযোগ্য নয়
- আপডেট সময় : ০৭:১৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম বলেছেন, সভ্য দেশে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড কোনভাবেই সমর্থনযোগ্য নয়। তবে বঙ্গবন্ধুর খুনীদের পুরস্কৃত করার পাশাপাশি ইনডেমনিটি অধ্যাদেশ জারির মাধ্যমে বিচারবহির্ভূত হত্যাকে উৎসাহিত করেছিল বিএনপি। এদিকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতেই সব বিচার বহির্ভূত হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে তারা এসব মূল্যায়ন তুলে ধরেন।
আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহার মৃত্যুর ঘটনায় দেশজুড়ে উঠেছে সমালোচনার ঝড়। প্রশ্ন উঠেছে ক্রসফায়ারের নামে বিচার বহিভূর্ত এই হত্যা নিয়ে।এমন প্রেক্ষাপটে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসেন জ্যেষ্ঠ আইনজীবী এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শম রেজাউল করিম। এ সময় আলোচনা ছাপিয়ে উঠে আসে বিচারবহিভূর্ত হত্যার প্রসঙ্গ।
দুর্নীতি ও অনিময়ের বিষয়ে সুপ্রিমকোর্ট প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপ নিয়ে বক্তারা বলেন, উচ্চ আদালতের ভাবমূর্তি রক্ষায়, দুর্নীতি ও অনিয়ম রোধে কাউকেই ছাড় দেয়া হবে না।এর আগে সরকারের দেয়া ১৭ কোটি ৪৭ লাখ টাকা বরাদ্দে সমিতি ভবনের সংস্কার কাজ উদ্বোধন করা হয়।