ভারতের পররাষ্ট্র সচিবের সাথে আলোচনা স্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরার দাবি বিএনপি’র

- আপডেট সময় : ০৮:১৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
ভারতের পররাষ্ট্র সচিবের সাথে সরকারের কোন কোন বিষয়ে কি আলোচনা হয়েছে, তা স্পষ্টভাবে জনগণের আলোচনা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কারণ সংবিধান অনুযায়ী জনগণই দেশের মালিক এবং সরকার তার মালিককে সত্য জানাতে বাধ্য।
সকালে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আরো বলেন, করোনা মহামারীর সময়েও ভয়াবহ দুর্নীতি ও সিনহা হত্যাকান্ডের ঘটনা আড়াল করতে পরিকল্পিতভাবে মাজেদকে নিয়ে জিয়ার সম্মানহানির অপচেষ্টা করছে সরকার। এসময় তিনি, এ ধরনের অপচেষ্টার মাধ্যমে জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ করেন। এছাড়া বিএনপি’র এই নেতা, পররাষ্ট্র নীতি ও দ্বিপাক্ষিক আলোচনায় যেন দেশের স্বার্থ আর জলাঞ্জলি দেয়া না হয়, সেদিকে লক্ষ্য রাখতে সরকারের প্রতি আহবান জানান।