করোনা আতঙ্ক আর বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে গোপালগঞ্জের কৃষক ও মৎস্য চাষীরা
- আপডেট সময় : ০২:২৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
- / ১৬১৮ বার পড়া হয়েছে
করোনা আতঙ্ক আর বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে গোপালগঞ্জের কৃষক ও মৎস্য চাষীরা। পানিতে শাক-সবজি ক্ষেত তলিয়ে নষ্ট হয়ে গেছে। মাছের ঘের ভেসে যাওয়ায় দিশেহারা চাষীরা লোকসানের মুখে পড়েছে। দ্রুত সহযোগিতার দাবি জানিয়েছে তারা।
গোপালগঞ্জের সবজি গ্রাম হিসেবে পরিচিত সদর উপজেলার রঘুনাথপুর। সহস্রাধিক মাছের ঘেরও রয়েছে এ গ্রামে। কিন্তু বন্যার পানি ঢুকে পড়ায় ক্ষেতের সবজি গাছ মরে যাচ্ছে। যদিও কৃষি বিভাগ বলছে, জেলার ২১ ভাগ সবজি ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে কৃষকের দাবি, ক্ষতির পরিমান প্রায় তিনগুন। লোকসান ঠেকাতে কম দামে সময়ের আগেই ক্ষেতের সবজি বিক্রি করছে কৃষক।
বন্যায়, জেলার কয়েক হাজার ঘেরের পাড় তলিয়ে ভেসে গেছে মাছ। ধার-দেনা আর সুদ নিয়ে চিন্তায় দিন কাটছে তাদের।
ক্ষতিগ্রস্থ কৃষক ও মৎস্য চাষীদের প্রনোদনা দেয়া হবে বলে জানান, এই কৃষি কর্মকর্তা। দ্রুত প্রনোদনা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, ক্ষতিগ্রস্থরা।



























