করোনা আক্রান্ত হয়ে সিরাজগঞ্জ ও মাদারীপুরে দুইজনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
করোনা আক্রান্ত হয়ে সিরাজগঞ্জ ও মাদারীপুরে দুইজনের মৃত্যু হয়েছে।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে মকবুল হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত মকবুল হোসেন শাহজাদপুর পৌর এলাকার দারিয়াপুর চৌধুরী পাড়া মহল্লার আলহাজ্ব মোঃ মোজাফর হোসেনের ছেলে। শাহজাদপুর উপজেলার নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা এতথ্য নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তি গত কয়েক দিন আগে করোনা আক্রান্ত হয়।
মাদারীপুরের শিবচরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেলরাতে নিজ বাড়িতে মারা যান। তিনি তিনি গত কয়েক দিন আগে জ্বর, কাশি ও গলাব্যথা ও শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন।পরে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তিনি করোনা আক্রান্ত হন।