জাতীয় সংসদ অধিবেশন কক্ষে বঙ্গবন্ধুর ছবি টানানোর নির্দেশ হাইকোর্টের
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:২১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
 - / ১৬৩৪ বার পড়া হয়েছে
 
জাতীয় সংসদের অধিবেশন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আইন সচিব ও জাতীয় সংসদ সচিবকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে এক মাসের মধ্যে আদেশ বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে আদালতে দাখিল করতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সুবীর নন্দী দাস। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট অমিত দাশ গুপ্ত। এর আগে গত ১২ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশনা চেয়ে রিট করা হয়।
																			
																		















