আলাদা সড়ক দুর্ঘটনায় মাদারীপুর ও কুমিল্লায় দুইজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫০:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০
- / ১৬০৩ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় মাদারীপুর ও কুমিল্লায় দুইজন নিহত হয়েছে।
মাদারীপুরের শিবচরে সকালে মাহিদ্র ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। পুলিশ জানায়, কাঁঠালবাড়ী ঘাট থেকে মাহিন্দ্রতে চড়ে নিজ গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার পর পথে শিবচরের বাখরেরকান্দি এলাকায় নসিমনের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয় ওই যুবক ।
এদিকে, কুমিল্লা নগরীর কাপ্তান বাজার সড়কে মোটরসাইকেল ও মাইক্রেবাসের সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।গেল রাতে এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, মোটরসাইকে চালক হুমায়ুন কবির কাপ্তান বাজার সড়ক থেকে গোমতীপাড়ের সড়কে ঊঠার সময় বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়।

















