নিউজিল্যান্ডে নতুন করে ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
নিউজিল্যান্ডে নতুন করে ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সপ্তাহের শুরুতে একই পরিবারের চারজন নতুন রোগী শনাক্ত হন । নতুন শনাক্ত রোগীদের মধ্যে ১৩ জনই একটি পরিবারের সদস্য।
ওই পরিবারের বাইরে অপর আক্রান্ত ব্যক্তি সদ্য বিদেশ থেকে ফিরে কোয়ারেন্টিনে ছিলেন। নতুন করে আরও সংক্রমণের আশঙ্কা করছেন কর্মকর্তারা। পরিস্থিতি বিবেচনায় বুধবার দেশটির বৃহত্তম শহর অকল্যান্ডে নতুন করে লকডাউন জারি করা হয়েছে । প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, পরিস্থিতির ভয়াবহতা এখন টের পাওয়া যাচ্ছে। এর আগে গত জুনের গোড়ার দিকে নিউ জিল্যান্ডকে করোনামুক্ত হিসেবে ঘোষণা দেয় দেশটির কর্তৃপক্ষ। টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে নতুন করে কোনও সংক্রমণের না ঘটায় দেশকে করোনামুক্ত ঘোষণার ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন নতুন করে লোকজনের শরীরে ভাইরাসটি শনাক্ত হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে।