করোনাভাইরাসে আক্রান্ত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অবস্থার অবনতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
করোনাভাইরাসে আক্রান্ত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অবস্থার অবনতি হয়েছে। দিল্লির সেনা হাসপাতালে এখনও ভেন্টিলেটারে আছেন তিনি।
সোমবার তার মস্তিষ্কে অপারেশন হয়, আর তার আগেই পরীক্ষা করতে গিয়ে ধরা পড়ে করোনা সংক্রমণ। বাড়িতেই পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন প্রণব মুখার্জী। হাসপাতালে অপারেশনের আগে করোনা ধরা পড়ার খবর নিজেই টুইট করে জানিয়েছিলেন প্রায় ৮৬-বছর বয়সী ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। বিগত এক সপ্তাহে যারা তার কাছাকাছি গিয়েছিলেন, তাদের আইসোলেশনে চলে যাওয়ার এবং কোভিড পরীক্ষা করিয়ে নেওয়ার উপদেশ দিয়েছিলেন মি. মুখার্জী।


























