মাশরাফীর পরিবারের চার সদস্য করোনা আক্রান্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১১:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়কও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফীর পরিবারের চার সদস্য করোনা আক্রান্ত হয়েছে।
তারা হলেন, মাশরাফীর বাবা গোলাম মোর্ত্তজা স্বপন, মা হামিদা মোর্ত্তজা বলাকা, তার মামি ও ছোট ভাইয়ের স্ত্রী। করোনা পরীক্ষার জন্য নমূনা দেয়ার পর শুক্রবার বিকেলে করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত হয় পরিবারটি।মাশরাফীর মা হামিদা মোর্ত্তজা বলাকা জানান, বর্তমানে আক্রান্ত সকলেই বাড়িতে অবস্থান করে চিকিৎসা সেবা নিচ্ছেন। সবাই মোটামুটি সুস্থ্য আছেন। তেমন কোন উপসর্গ নেই।
এদিকে সতর্কতার জন্য মাশরাফী বিন মোর্ত্তজার নড়াইল শহরের বাড়িটি লকডাউন ঘোষণা করা হয়েছে।























