পানিতে ডুবে দুই সহোদরসহ একই পরিবারের তিন বোনের মৃত্যু

- আপডেট সময় : ০১:১৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফলে পানিতে ডুবে দুই সহোদরসহ একই পরিবারের তিন বোনের মৃত্যু হয়ছে।
গতকাল দুপুরে তিনবোন একই সাথে গোসল করতে বাড়ির অদুরের একটি পুকুরে যায়। দুপুর অতিবাহিত হয়ে বিকেল হওয়ার পরও তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিতে থাকে। এক পর্যায়ে পরিবারের লোকজন সন্ধার সময়ে বাড়ির সামনের পুকুরে তিন বোনের ভাসমান লাশ দেখতে পায়।
এদিকে, মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের বাদেসুনাপুর গ্রামে পারুল বেগম নামে মধ্যপ্রাচ্য ফেরৎ ১ সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি দেশে ফিরে স্বামীর বাড়ি থেকে ভাইয়ের বাড়িতে পারুল বেগম অসুস্থ মাকে দেখতে আসে। এবং মায়ের অনুরোধে রাতে সেখানে থেকে যায়। পারুল বেগম বিদেশ থাকা অবস্থায় বড় ভাইয়ের কাছে টাকা পয়সা পাঠাতো বড় ভাই ওই টাকা আত্মসাৎ করেছে এমন অভিযোগে রাতে ভাইবোনের ঝগড়া হয় বলে প্রতিবেশিরা জানায়।