কুমিল্লা, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে তিন’জনের মৃত্যু
- আপডেট সময় : ১২:০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
- / ১৬০৪ বার পড়া হয়েছে
কুমিল্লা, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে তিন’জনের মৃত্যু হয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে একজন মারা গেছে। হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত অরুন বনিক চাদপুর জেলার মতিনবাগ এলাকার বাসিন্দা। জ্বর, সর্দি, কাশি ও তীব্র শ্বাসকষ্ট নিয়ে গেল রাত ১২টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন।
চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে নবীছদ্দীন নামের এক বুদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে সদর হাসপাতালের হলুদ জোনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। সে চুয়াডাঙ্গা সদর উপজেলার উকতো গ্রামের বাসিন্দা। নবীছদ্দিন বেশ কয়েকদিন ধরে স্বর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্টে ভুগছিলেন।
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। ভোর রাতে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে তিনি মারা যান।






















